ড. শাহনাজ পারভীন এর কথায়
এইতো আমার বাংলাদেশ গানের প্রকাশনা উৎসব
নন্দিনী নূর।। বিশিষ্ট কবি, লেখক এবং গীতিকার অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর লেখা ‘এইতো আমার বাংলাদেশ’ গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে যশোরে। ঐতিহ্যবাহী যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদ এর ভূপতি মঞ্চে বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমি যশোরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ এর সভাপতি হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক নেতা তরিকুল ইসলাম তারু, নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনা, অধ্যাপক শাহজাহান কবীর, চাঁদের হাট যশোরের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরদার অপু, গীতিকার রাজ পথিক, কবি অমিয় কাসেম, সাংবাদিক কাজী নূর, শিল্পী দম্পতি ডাঃ আহসান কবীর এবং মমতাজ আহসান।
আরো উপস্থিত ছিলেন ‘এইতো আমার বাংলাদেশ’ গানটির শিল্পী ও সুরকার মামা রফিক এবং মোয়াজ্জেম হোসেন স্বপন। ‘দ্যোতনা সাহিত্য পরিষদ’ যশোরের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শাহরিয়ার সোহেল।