ক্ষতিপূরণের দাবিতে ও কালোবাজারির বিরুদ্ধে আলু চাষীদের রাস্তা অবরোধ

সেখ সামসুদ্দিন, ১১ ডিসেম্বরঃ সম্প্রতি অতিবৃষ্টিতে আলু চাষীদের ব্যাপক ক্ষতির সম্মুখে পড়তে হয়। আলু চাষিরা ক্ষতিপূরণের দাবিতে ও আলু বীজ সহ সারের কালোবাজারি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেমারি কাটোয়া রোড অবরোধ করে রাধাকান্তপুর বাজারে মেমারি থানার গোপ গন্তার ২ অঞ্চলের রাধাকান্তপুর বাজারে রাস্তা অবরোধ করে আধঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। তারা জানান বৃষ্টিতে সমস্ত আলুর জমি নষ্ট হয়ে গেছে। যার অপূরণীয় ক্ষতি সরকারের কাছে দাবি জানান আলুর চাষের ক্ষতি পূরণ দিতে হবে, আলুর বিনা পয়সায় বিমাকরণ করতে হবে, সারসহ আলু বীজের কালোবাজারি রুখতে হবে ইত্যাদি দাবিতে চাষীদের সই সংগ্রহ করে এলাকার বিধায়ক, জেলা শাসক, মহকুমা শাসক, ভিডিও, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রধানের কাছে স্মারক লিপি জমা দিচ্ছেন। এক মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এলাকার চাষীরা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আধ ঘন্টার মধ্যেই রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়।

Leave a Reply