মেগা রক্তদান শিবির ও কম্বল বিতরণ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- “রক্তদান জীবন দান আপনিও বাঁচাতে পারেন একটি প্রাণ”- এই মন্ত্রকে সামনে রেখে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন সহযোগিতায় ও বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এবং কাজল শাহ ও দুর্গাপুর গ্রামবাসীদের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় সিউড়ি একনম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুর গ্রামে। জেলার ব্লাড ব্যাংক গুলোতে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে এধরনের উদ্যোগ বলে আয়োজকদের বক্তব্য। রক্তদান শিবিরের পাশাপাশি অসহায়দের সহায়তায় শীতের প্রকোপ থেকে বাঁচতে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। রক্তদান শিবির ও কম্বল বিতরণ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় , সিউড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হোক ওরফে কাজল সেখ,সিউড়ী পৌরসভার পৌর পিতা উজ্জ্বল চ্যাটার্জী, সিউড়ী শহর তৃনমূল কংগ্রেস সভাপতি আব্দুল সফি, সিউড়ী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল, সিউড়ী ১নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি রত্নাকর, মণিদীপা দি, রঞ্জিত মান্না,সেখ জিয়া, তিলপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যগন, তৃনমূল অঞ্চল সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।