Spread the love

নিম্নমানের সামগ্রী নিয়ে রাস্তা গড়ার অভিযোগ

মনিরুল ইসলাম ,

দুর্নীতির অভিযোগে রাস্তা নির্মাণ বন্ধ করলো গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ১ নং ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার । পথশ্রী প্রকল্পে তিন কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হচ্ছিল গত কয়েকদিন ধরে। এদিন সকালে গ্রামবাসীরা নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন তাঁরা। দাবি,কাজের বরাত পাওয়া কাগজপত্র দেখতে চাইলে তা না দেখিয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদার। গ্রামবাসীদের অভিযোগ , -‘ সরকারি অনুমোদিত কাগজ ও সঠিক সামগ্রী দিয়ে কাজ করতে হবে’। দীর্ঘ কয়েক বছর ধরেই এই রাস্তা বেহাল রয়েছে । ৫ টি গ্রামের মানুষজন এই রাস্তার উপর নির্ভরশীল। গ্রামবাসীদের দাবিমত কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে পথশ্রী প্রকল্পে এই রাস্তা সংস্কারের কাজ ঘোষণা করেন বলে জানা গিয়েছে। সেই রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ও সঠিক অর্ডার ছাড়াই কাজ হওয়ার অভিযোগ তুলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান জানান, “গ্রামের লোক বলছে, ঠিকমতো ইমারতি দ্রব দেয়নি। এরফলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তার কাজ বন্ধ করে দেন। ” এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *