Spread the love

জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল মরালী প্রকাশনীর উদ্যোগে পত্রিকা প্রকাশ ও কবিতাপাঠের আসর

রাজকুমার দাস,

৫ অক্টোবর ২০২৩ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল মরালী প্রকাশনীর উদ্যোগে পত্রিকা প্রকাশ ও কবিতাপাঠের আসর। কানায় কানায় পরিপূর্ণ সভাঘরে খ্যাত এবং স্বল্পখ্যাত কবিরা যেমন কবিতাপাঠ করেছেন, তেমনি বিশিষ্টজনেরা লিটল ম্যাগাজিনের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে তথ্যপূর্ণ আলোকপাত করেছেন।
মরালী প্রকাশনীর তরফ থেকে দুটি পত্রিকার শারদসংখ্যা প্রকাশিত হয়েছে। একটি ‘মরালী সাহিত্য পত্রিকা’ এবং আরেকটি ‘অন্য প্রজাতি’ কবিতা পত্রিকা। ‘মরালী সাহিত্য পত্রিকা’র সম্পাদক পরিমল মণ্ডল পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ও নামকরণ সম্পর্কে বলতে গিয়ে বলেন—‘‘মরালী একটি নদীর নাম—যে নদীটি নদিয়ার চাকদহের ভাগীরথী থেকে বেরিয়ে বনগাঁ সংলগ্ন ইছামতী নদীতে মিশেছে। নদীর তীরেই আমাদের বাড়ি ছিল। শৈশব-যৌবনের স্মৃতিতে সেই নদী আজো বহমান। যদিও সেই নদী আজ মৃতপ্রায়। আবার মরালী অর্থ রাজহংসী। রাজহংসী গতির প্রতীক। স্মৃতিবাহিত সেই নদীর নামটি মনে রেখে এবং সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশেই ‘মরালী সাহিত্য পত্রিকা’র প্রকাশ।’’
‘অন্য প্রজাতি’ পত্রিকার সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অধ্যাপক ড. মনোজ মণ্ডল। তিনি পত্রিকা সম্পর্কে বলেন— ‘‘এটি একটি অন্যধারার পত্রিকা। প্রথমত, পত্রিকাটিতে শুধুমাত্র কবিতা, কবিতা বিষয়ক গ্রন্থ ও পত্রিকার সমালোচনা এবং প্রত্যেক সংখ্যায় অন্তত একজন করে কবির সাক্ষাৎকার প্রকাশিত হবে। দ্বিতীয়ত, নামি-অনামি প্রত্যেকটি কবিতার রিভিউ থাকবে।’’ তিনি আরো বলেন—‘‘প্রত্যেকটি কবিতার রিভিউ সম্বলিত পত্রিকা ইতিপূর্বে কখনো প্রকাশিত হয়েছে বলে শুনিনি। আমাদের এই পত্রিকায় বিখ্যাত কবির কবিতা যেমন প্রকাশিত হবে, তেমনি নতুনদের কবিতাও গুরুত্বসহকারে আমরা প্রকাশ করবো। এবং ধন্যবাদ জানাই যাঁরা আজ প্রাকৃতিক দুর্যোগ ও বিশেষ সমাবেশের কারণে কলকাতার তীব্র যানজটকে উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন—এমন কি উত্তরবঙ্গ থেকে থেকে, নদীয়া-মুর্শিদাবাদ সীমান্তের দূরবর্তী স্থান থেকেও কবিরা এসেছেন, তাঁদেরকে কুর্নিশ।’’
অনুষ্ঠানে অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে, বাংলা দূরদর্শনের কৃষ্ণপদ দাস ও সুস্মিতা দাস, বাংলা আকাদেমির যতীন্দ্রনাথ সরকার, বরিষ্ঠ গবেষক-প্রাবন্ধিক বাসুদেব মোশেল, সমাজসেবী ও আকাশবাণীর সঙ্গে যুক্ত বংশীবদন চট্টোপাধ্যায়, কবি শিবপ্রসাদ ভট্টাচার্য, লেখক জালাল উদ্দিন আহমেদ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেছেন।
বিশিষ্ট কবি ঋতুরাজ গোস্বামী, হাসান শাঈখ, রিনি নাথ, সুভাষ মিস্ত্রী, সাবিনা ইয়াসমিন, অলোককুমার উপাধ্যায়, চন্দ্রিমা ব্যানার্জী, ইন্দ্রাণী আচার্য, নিতাই মৃধা প্রমুখ স্বরচিত কবিতা পাঠ করেছেন।
পুরো অনুষ্ঠানটির অনবদ্য সঞ্চালনা করেছেন অধ্যাপক ড. তারকনাথ চট্টোপাধ্যায় ও গ্রন্থকার প্রদ্যোত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *