Spread the love

জোড়া খুনের অভিযোগে গ্রাম ছাড়া পরিবারগুলো হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলো

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রামপুরহাট ১ নম্বর ব্লকের মাড়গ্রামে জোড়া খুনের মামলায় গ্রাম ছাড়া হয় তিনটি পরিবার।কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রাম ছাড়া তিনটি পরিবারকে কড়া নিরাপত্তার মাধ্যমে গতকাল গ্রামে ফেরায় মাড়গ্রাম থানার পুলিশ।জানা যায়,বীরভূম জেলার মারগ্রাম থানার মারগ্রাম হাসপাতাল মোড়ে বোমার আঘাতে তৃনমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত প্রধান ভুট্টো সেখ এর ভাই লাল্টু সেখ এবং তার সহযোগী নিউটন সেখ দুস্কৃতকারীদের ছোড়া বোমার আঘাতে খুন হয়।
নিহতদের পরিবারের পক্ষ থেকে সেদিন অভিযোগ ওঠে, যারা খুন করেছে তারা একবার তৃনমূলে ছিল পরে বিজেপি হয়ে আবার দলবদল করে কংগ্রেসে চলে যায়। তৃণমূলের জোড়া কর্মী খুনের ঘটনার তিন মাসের মাথায় দলীয় কর্মসূচিতে বীরভূম সফরে আসেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন সেদিন প্রকাশ্য জনসভা থেকে।
শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে ফেরার ব্যক্তিদের নামে গ্রেফতারের নোটিস জারি করতে হয়েছিল। সেই সমস্ত ফেরার পরিবারগুলোকে কোলকাতা হাইকোর্টের নির্দেশে মাড়গ্রাম থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিজ বাড়িতে প্রবেশ করিয়ে দেন। এনিয়ে এলাকায় যেন কোনো অশান্তির সৃষ্টি না সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
উল্লেখ্য,গ্রামে ফেরার আবেদন জানিয়ে উচ্চ আদালতের দারস্থ হয়েছিলেন দীর্ঘদিন ফেরার থাকা তিনটি পরিবার। আদালতের নির্দেশানুসারে গতকাল ফটিক শেখ ,আতর শেখ ও জহির শেখ তারা নিজেদের বাড়িতে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *