ফ্যাশনে এবার পুজোর চমক

জন সেনগুপ্ত, একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন শিক্ষার জগতে একটি বিশিষ্ট নাম ।উনি ধারাবাহিকভাবে মুগ্ধকর পোশাক ডিজাইন করে চলেছেন যা বাংলার যুব সমাজের ইচ্ছার তালিকায় সব সময়ে-ই প্রথম সারি তে থাকে ।সকলের কাছে পরিচিত, জন-এর কালেকশন সর্বদা সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে আধুনিকতাকে একীভূত করে৷ দূর্গা পুজো উত্সবের আসন্ন দিনগুলির জন্য চমৎকার কিছু পোশাক তৈরী করেছে জন যা বাংলার তাঁতি দেড় সন্মান জানায়। এই কালেকশন টি জন ডিসাইন করেছে তাঁতের কাপড় দিয়ে এবং তার উপরে দেখতে পাওয়া যাবে জনের সুনিপুন হাতের আঁকার ছোঁয়। এছাড়াও লাল ও কোড়া রঙের পোশাকগুলি ব্লক প্রিন্ট দিয়ে অলঙ্কৃত করেছে৷ মেয়েদের জন্য হাতে আঁকা পাড়ের শাড়ি,পুরুষদের জন্য আধুনিক ব্লেজার এর সাথে ঐতিহ্যবাহী ধুতি ইতিমধ্যে ই সবার নজর কেড়েছ। অষ্টমীর অঞ্জলি হোক বা নবমীর প্যান্ডেল এ ঘোড়া,পুজোর প্রত্যেক দিনের জন্য জন সেনগুপ্তর এই কালেকশন একেবারে যথাযত

Leave a Reply