উত্তর কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডে মা দুর্গা পূজার খুঁটি পূজার শুভ সূচনা।
শুভ ঘোষ,
কলকাতা বড়বাজার ডালহৌসি সংলগ্ন নেতাজী সুভাষ রোড ৪৫ নাম্বার ওয়ার্ড এলাকায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেতাজী সুভাষ রোড সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে ৭৯তম খুঁটি পুজোর আয়োজন করা হয়।চারিদিকে যখন শরতের শিউলি ফুলের গন্ধ ছড়িয়েছে ঠিক সেই সময়ই মা আসছেন উপলক্ষে একটার পর একটা খুঁটি পুজো হয়েই চলেছে।নেতাজী সুভাষ রোড দুর্গা উৎসব পুজো কমিটির উপলক্ষে এখানে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয়।আজকের বিশেষ অতিথি ছিলেন নেতাজি সুভাষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহাসচিব কালিনাথ সিংহ, জেনারেল সেক্রেটারি বিকাশ সিং,মুখ্য সংরক্ষক ও ক্যাবিনেট গ্রুপের চেয়ারম্যান শ্রী মহেন্দ্র জ্বালান,সংরক্ষক ও স্থানীয় বিধায়ক শ্রী সন্তোষ পাঠক,প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী,সুনীল চোপড়া,প্রবীণ কুমার আগ্রাবাল,অনিল ভাটিয়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন।নেতাজি সুভাষ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি শুধু পূজো নিয়ে থেমে থাকে না সারা বছর কিছু না কিছু সমাজ সেবামূলক কাজ করে থাকে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে যায় সর্বদা।