বিশ্ব নবী দিবসকে সামনে রেখে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বিশ্ব নবী দিবস। আর সেই পবিত্র দিনকে সামনে রেখে বুধবার খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বড়রা বেশিক স্কুলে। সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনিশিয়ানগন রক্ত সংগ্রহ করেন। শিবিরে দশজন মহিলা সহ মোট ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন । শিবিরে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,বীরভূম জেলা পরিষদ সদস্য কামেলা বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য ফজিলা বিবি, সেখ ফিরতাজ, নিবিড় অধিকারী, শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী সেখ জয়নাল, কাঞ্চন দে, সুনীল কুমার সাহা, পার্থসারথি মন্ডল,সেখ জন। এছাড়াও খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, রুনু সিংহ, কেনিজ রেসিদ। খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আপার হিংলো সভাপতি সেখ কাজল এবং লোয়ার হিংলো সভাপতি সেখ জুলফিকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত অতিথিদের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান শিক্ষক উজ্জ্বল হক কাদেরী। উল্লেখ্য স্থানীয় বড়রা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের অধিকাংশ উপস্থিত থাকলেও প্রধান আসেননি শিবিরে।