প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিবছরের ন্যায় এ বছরও পালন করলো ইঞ্জিনিয়ারস দিবস
সোমনাথ দাস,
এই দেশে বা রাজ্যে প্রকৌশলীদের সম্মান জানাবার জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য নেই, এই ক্ষোভকে সাথে নিয়েই কোলকাতায় পালিত হল ‘প্রকৌশলী দিবস’ (Engineers Day)।
অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন এবং আবাসন মন্ত্রী তথা কোলকাতা পৌরনিগমের প্রধান মহানাগরিক ফিরহাদ হাকিম মহশয়।
ভারতরত্ন ডঃ মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া (Dr. Mokshagundam Vishweswaria)-র জন্মদিনকে সামনে রেখে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (Progressive United Engineers’ Association) সংক্ষেপে পিইউইএ (PUEA)-এর আহ্বানে কোলকাতায় পালিত হল এই বছরের ইঞ্জিনিয়ার্স দিবস
প্রকৌশলীদের সম্মান জানাতে ‘পিইউইএ’-এর অনুষ্ঠানে এসে সংগঠনের সকল সদস্য সদস্যাদের সম্মানিত করেছেন চন্দ্রযান অভিযানের সাথে ইসরো-র অন্যতম বিজ্ঞানী শুভ্রদীপ দে (Shuhradeep Dey, Scientist, ISRO)।
এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন প্রাক্তন অধিনায়ক শিশির ঘোষ, (Shishir Ghosh, Ex Captain, Indian National Football Team), মুখ্য বিচারবিভাগীয় সচিব সিদ্ধার্থ কাঞ্জিলাল (Siddhartha Kanjilal, Principal Secretary, Department of Judiciary), শিক্ষারত্ন অধ্যাপক অনির্বাণ মুখার্জী (Prof. Anirban Mukherjee, Shiksharatna), পিডাব্লুডি-র প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার অমিতাভ সেনগুপ্ত (Er. Amitava Sengupta, Former Chief Engineer, PWD), চিকিৎসক শঙ্কর দাস (Dr. Shankar Das) সহ আরো অনেকে।
‘পিইউইএ’-এর মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ (Er. Subrata Ghosh, Secretary General, PUEA) জানিয়েছেন, “আমাদের সংগঠন শুধুমাত্র চাকুরি জীবনের দাবিদাওয়া নিয়েই কাজ করে না বরং সারা বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথেও জড়িত থাকে।”