“মানভি” এর প্রদর্শনী


প্রণব ভট্টাচার্য, কলকাতা:-
নন্দন 3-এ শুক্রবার প্রদর্শন হল ডকুমেন্টারি ফিল্ম ‘মানভি’।ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রাণী। নারীর ক্ষমতায়নের উপর ভিত্তি করে এই হিন্দি ডকুমেন্টারি ফিল্মটি তৈরি হয়েছে ।
এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে নারীরা আত্মনির্ভরশীল হবে এবং কীভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও শক্তিশালী হবে। সমাজে নারীদের অবদানের দিকেও নজর দেওয়া হয়েছে যাতে সবাই নারীদের সম্মান করে।
ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রাণী ঘোষ, ডাঃ সুজয় বিশ্বাস, নারায়ণ রায়, অয়নজিৎ সেন, সঞ্জীব বসাক, সিদ্ধার্থ সরকার, অনুপ্রিয় চ্যাটার্জি, জিৎ কর, উন্মেষ দাস, শর্মিষ্ঠা দত্ত, সন্তুনু মুখার্জি, লক্ষ্মী জয়সওয়াল, বিশ্বজিৎ বোস এবং শোভন ঘোষ। ছবিটির সময়কাল 11 মিনিট।

Leave a Reply