শুভ ঘোষ,
অনার ৯০ নামে একটা উন্নত মানের ফোন বাজারে খুব তাড়াতাড়ি বা শীঘ্রই আসতে চলেছে এতে নেটফ্লিক্স অ্যামাজন ভিডিও সবকিছুর ব্যবস্থা রয়েছে।এই ফোনটির ভিডিও কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের বলাই বাহুল্য অন্যান্য ফোনের সাথে কিন্তু টেক্কা দেওয়ায় নাম্বার ওয়ান। আজ কলকাতা পার্ক হোটেলে অনার ৯০ ফাইব জি নিয়ে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।এর মধ্যে টু হান্ড্রেড এমপি আল্ট্রা ক্লিয়ার ক্যামেরার ব্যবস্থা আছে ফিফটি মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা,ব্যাক ক্যামেরা ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় এতে ফোর কে ব্যবস্থা আছে। এতে ফোরকে ভিডিও ফোটোগ্রাফি করার ব্যবস্থা রয়েছে।ফোনটির ব্যাক সাইট ডাইমন্ড সিলভার কালারের এসেছে শুধু তাই নয় বলাই বাহুল্য এই ডাইমন্ড সিলভার কালার কিন্তু মানুষের মনকে দারুন ভাবে আকর্ষণ করেছে।আপনাদের জানিয়ে রাখতে চাইবো এই ডায়মন্ড সিলভার কালার ছাড়া ব্ল্যাক এবং এস কালারের ব্যাক সাইড ফোনটির কালার বেরিয়েছে। এই প্রেস কনফারেন্সে অনার ৯০ এর ৫জি ডিরেক্টর শ্রী হরি, সিপি খান্ডেয়াল উপস্থিত ছিলেন।