Spread the love

বারাবন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আজ
১৫ ই আগস্ট সমগ্র ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে, ক্লাব মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা স্থানে এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। সেইরূপ খয়রাসোল ব্লকের মাদ্রাসা ইসলামিয়া আশরাফুল উলুম, বারাবন এর পক্ষ থেকেও এদিন মাদ্রাসার মাঠে মাদ্রাসায় পাঠরত পড়ুয়া,শিক্ষক অভিভাবক তথা গ্রামবাসীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইংরেজি সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য যে লড়াই সংগ্রাম হয়েছে তার ইতিহাস বৃত্তান্ত তুলে ধরা হয় আলোচনা সভায়। তৎকালীন ব্রিটিশ সরকারকে উৎখাত করতে যেভাবে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই চালিয়েছেন তা আজও স্মরণীয়। আমাদেরকেও সেই পথ সেই মত তথা পূর্ব পুরুষদের দেখানো পথেই সকলকে চলা উচিত।সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান।শান্তি শৃঙ্খলায় যেন বিঘ্ন না ঘটে তা পরস্পর সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সভাপতি শেখ শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিন সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক পড়ুয়া ও অভিভাবক তথা গ্রামবাসীগন।
স্বাধীনতা দিবস উদযাপনে গ্রামবাসী সহ এলাকাবাসীর প্রতি যে বার্তা দেওয়া হয় তাহা এক সাক্ষাৎকারে বিস্তারিত ভাবে বলেন স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা মহম্মদ নাসিরউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *