জেলার ১৯ টি ব্লকেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, তৃনমূলের দখলেই সমস্ত বোর্ড

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ১৪ ই আগষ্ট সোমবার জেলার ১৯ টি ব্লকেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন সম্পন্ন হয়।বোর্ড গঠনকে ঘিরে ভীড় বা জমায়েত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক চত্ত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, সেই সাথে বিশাল পুলিশ বাহিনী ও মোতায়েন করা হয়।জেলার ১৯ টি ব্লকেই নির্বিঘ্নে বোর্ড গঠনের খবর পাওয়া যায়।জেলার সব ব্লক থেকেই তৃনমূল কংগ্রেসের সভাপতি সহসভাপতি নির্বাচিত হন। যদিও যেখানে বিজেপির কিছু পঞ্চায়েত সমিতির সদস্যরা রয়েছে সেখানে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি সহসভাপতি।তবে বিজেপি কোথাও তেমন কোনো সুবিধা করতে পারেনি।পঞ্চায়েত বোর্ড গঠনের সময় খয়রাসোল ব্লকের অনেক পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে প্রধান উপপ্রধান নির্বাচিত হন জেলা তৃনমূল কংগ্রেসের নির্দেশ অমান্য করে।পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ক্ষেত্রে কিন্তু এবার জেলা কমিটির পাঠানো নামের তালিকা মোতাবেক সভাপতি সহসভাপতি নির্বাচিত করা হয়। পঞ্চায়েত সমিতির ফলাফল ঘোষিত হওয়ার পর সদ্য নির্বাচিত সভাপতি সহসভাপতি ও অন্যান্য সদস্যদের সাথে তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মীরা সবুজ রঙের আবির খেলায় মেতে ওঠেন।সেই সাথে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।জেলার ১৯ টি পঞ্চায়েতের সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর এবং সহসভাপতি তারাপদ দাস। রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহসভাপতি পরিমল সাহা।
বোলপুর- শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মহম্মদ হানিফ এবং সহ সভাপতি জুলেখা মন্ডল। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম সহ-সভাপতি স্বপন মন্ডল। লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন, সহ-সভাপতি শোভন চৌধুরী । ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি সহ-সভাপতি নির্মল লেট। ময়ূরের দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী বাগদি সহ-সভাপতি জটিল মন্ডল। মহম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবাসিনী মুর্মু এবং সহ-সভাপতি আলম শামসুল শেখ । মুরারয় এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহসভাপতি আফতাব আহমেদ । মুরারই দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ মোকাম্মেল হোসেন সহ-সভাপতি ফরিদা পারভীন। নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান সহ-সভাপতি অপূর্ব রঞ্জন হুরি। নলহাটি দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য এবং সহ-সভাপতি অমিতা মন্ডল। নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি এবং সহ-সভাপতি অশোক কুমার ঘোষ। নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাজি এবং সহসভাপতি অশোক কুমার ঘোষ।রামপুরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা এবং সহ-সভাপতি প্রশান্ত কুমার লেট। রামপুরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা খাতুন এবং সহ-সভাপতি সুপ্রিয় রঞ্জন মন্ডল। সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু এবং সহ-সভাপতি নিবেদিতা বাগদি। সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল এবং সহ-সভাপতি শিবলাল মুর্মু। সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সাহা এবং সহ-সভাপতি দেবানন্দ মুখার্জি। বিভিন্ন ব্লকের সদ্য নির্বাচিত সভাপতি সহসভাপতি সহ তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি গন পৃথক পৃথক ভাবে তাদের মতামত ব্যক্ত করেন। সকলেই এই জয়কে মা মাটি জয় বলে জানান।

Leave a Reply