হাসপাতাল পরিদর্শনে মেমারির বিধায়ক
সেখ সামসুদ্দিন, ১২ আগস্টঃ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য আজ মেমারি হাসপাতালের আউটডোর সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। রোগীদের কাছে কথা বলে খোঁজখবর নেন তাদের সমস্যা বা সুবিধা অসুবিধার কথা। ডাক্তারবাবুদের সঙ্গেও কথা বলে ওষুধ সাপ্লাই সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। চিকিৎসকদের কাছে জানা যায় হাসপাতালে বিশেষ করে কোন এন্টিবায়োটিক সাপ্লাই নেই। বিধায়ক বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন। শেষে বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালার সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হাসপাতালে নির্মীয়মান ১০০ বেডের কোবিড হাসপাতালের কাজের বিষয়ে বিধায়ক জানান প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে, আর সামান্য যা বাকি আছে কমপ্লিট হলে যথা শীঘ্র সম্ভব নতুন বিল্ডিং উদ্বোধন করা হবে এবং এখানে কোভিডের সময় কোভিডের চিকিৎসা হবে। অন্যান্য সময় হাসপাতালটি সাধারণ হাসপাতাল হিসাবে ব্যবহৃত হবে।