সরকারি আইটিআই কলেজের উদ্যোগে রক্তদান শিবির দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- দুবরাজপুরে অবস্থিত গভঃ আইটিআই কলেজের উদ্যোগে এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের সহযোগিতায় বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী মোহিত চার । এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ডাঃ অঞ্জন কুমার দাস সহ বিভিন্ন টেকনিশিয়ানরা।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনো হয়নি।ফলে যে সমস্ত রোগীর রক্তের প্রয়োজন হয়ে পড়ে, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এই জন্য রক্তদান দান মহৎ দান বলে বিবেচ্য। এছাড়াও
বর্তমানে সরকারি রক্তভান্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে। তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে। সেই কারণে পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন কলেজ ও স্কুলে রক্তদান শিবির আয়োজন করা হয়ে থাকে।এদিন রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত মেডিকেল কলেজের রক্ত ভান্ডারে দান করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ মোহিতবাবু।