চক্ষু হাসপাতালের দ্বিতীয় বর্ষ পূতি উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির
সেখ সামসুদ্দিন, ২ আগস্টঃ মেমারি শহরে আধুনিক চক্ষু প্রতিষ্ঠান নয়নিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে এক দিবসীয় চক্ষু পরীক্ষা শিবির করা হয়। সকাল থেকে প্রায় দুইশতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রেটিনা স্পেশালিস্ট ডাঃ দীপায়ন সরকার এবং মেডিসিনের অ্যাপোলো হসপিটালের চিকিৎসক ডাঃ জন্মেঞ্জয় সরকার সহ নয়নিকার অপথ্যামোললজিস্ট, টেকনিশিয়ান সহ কর্মীবৃন্দ। আজকের জন্য বিনা ব্যয়ে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি তথা প্রেসার ও সুগারের কারণ জড়িত চোখের সমস্যা সহ চোখ জনিত যেকোনো সমস্যার পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও প্রেসার ও সুগার মাপার জন্যও ব্যবস্থা রাখা হয় বলে জানান হসপিটালের ইনচার্জ অনিমা দেবনাথ। তিনি আরো জানান গরিব দুঃস্থ মানুষদের জন্য তাদের চক্ষু হাসপাতাল সব সময়ের জন্য পাশে আছেন ও থাকবেন।