ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পঞ্চায়েত নির্বাচনের জের কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধার বীরভূমের দুবরাজপুর এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে থাকতেই জেলা পুলিশের তৎপরতায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে প্রায় প্রতিদিন উদ্ধার হয়েছে বোমা। মঙ্গলবার ভোরের দিকে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে যশপুর পঞ্চায়েতের খোয়াজমহম্মদপুর গ্রামের শাল নদীর ওপারে ঝোপের মধ্যে রাখা অবস্থায় এক ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেন।স্থানীয় থানার পুলিশ উক্ত জায়গাটি ঘিরে রাখে। ড্রামটিতে আনুমানিক ৬০ টি তাজা বোমা ছিল বলে খবর। খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে। এলাকায় এত বোমা জোগানের উৎস কি? কোথা থেকে এবং কে বা কারা কী উদ্দেশ‍্যে বোমা গুলো মজুদকৃত করে রেখেছিল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply