পারিজাত মোল্লা,

বাংলাদেশের জনপ্রিয় টেলি অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুরঙ্গ’ এবাংলায় রিলিজ হচ্ছে আগামী শুক্রবার।কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার এই ছবি ইতিমধ্যেই বাংলাদেশে এই সিনেমা সুপারহিট হয়েছে,এখনও বাংলাদেশের সিনেমাহলে এই সিনেমা দেখতে হলে দুই থেকে তিনদিন আগে অগ্রিম টিকিট কাটতে হয় । রাইহান রফি পরিচালিত এই ছবিতে নিশো ছাড়াও রয়েছেন নায়িকা তামা মির্জা।উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় যেসব বাঙালিরা সদাজাগ্রত, তাঁরা আফরান নিশোর স্বল্পদৈর্ঘ্যর নাটক দেখেন নি তা বলা মুস্কিল। বুধবার সন্ধেবেলায় কলকাতার রুবি হাসপাতাল সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে এই সিনেমার সাথে যুক্ত পরিচালক – নায়ক – নায়িকা – প্রযোজক সহ অন্যান্যরা ছিলেন।

Leave a Reply