ক্রিপ্টনিক ব্লকচেন আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল
রাজকুমার দাস
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে!!!
এই মন্ত্রে ব্রত হয়ে, ভারতবর্ষের একটি কোম্পানি যা টেকনোলজিক্যাল জগতে ভারত তথা বিদেশের বহু কোম্পানির জন্য ব্লকচেন টেকনোলজির উপরে কাজ করার পর একটি অত্যাধুনিক ব্লকচেন তৈরি করে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে |
ব্লকচেনটির নাম ক্রিপ্টনিক (CRYPTNIC) |
ভারতবর্ষের ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারস, আই-আই-টিয়ান দের নিয়ে বানানো হয়েছে, এই অত্যাধুনিক ক্রিপ্টনিক ব্লকচেন |
ব্লকচেনটি POS (Proof of Stake) টেকনোলজি তে বানানো যেটিকে এখন পৃথিবীর প্রায় 48 টি দেশ গ্রহণ করেছে |
এই ক্রিপ্টনিক (CRYPTNIC) ব্লকচেন-এর উপরে বানানো ক্রিপ্টোকারেন্সি যার নাম ক্রিপ্টনিক (Cryptnic Coin) কয়েন (Symbol – CPNC), গত ১৭ জুলাই একটি ব্লকচেন ট্রেনিং এর মাধ্যমে দেশের যুবসমাজের সামনে আনা হয়।
কোম্পানির কর্ণধার শ্রী অভিষেক ভট্টাচার্য দেশের যুবসমাজকে আহ্বান জানিয়েছে এই ব্লকচেন টেকনোলজিকে আরো ভালো করে শিখে দেশের এবং দশের কাজে কিভাবে লাগানো যায় সেটিকে নিয়ে চিন্তাভাবনা করতে এবং কোম্পানির কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার জন্য |
দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষ এই ক্রিপ্টনিক (CRYPTNIC) কয়েনকে আই সি ও (ICO) তে অত্যন্ত কম দামে ক্রয় করেছেন |
বিস্তারিত জানতে আপনারা কোম্পানির ওয়েবসাইট একবার ভিজিট করতে পারেন www.cryptnic.com
শ্রীপ্রো টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী অভিষেক ভট্টাচার্য আরো জানান যে আগামী দিনে সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে নিজেদের ডেটা কে বাঁচানোর জন্য অত্যাধিক সুরক্ষিত এই ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করতেই হবে |
সহজ ভাবে ব্লকচেন টেকনোলজিকে শিখে নিয়ে একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার জন্য ক্রিপ্টনিক (CRYPTNIC) ব্লকচেন আগামী দিনে একটি বড় ভূমিকা নেবে সে কথা বলা যেতেই পারে |