খায়রুল আনাম,

বীরভূম : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে ময়ূরেশ্বরের উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের দুনা গ্রাম। উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে ৫ টিতে এবং পঞ্চায়েত সমিতির ৩ টি আসনের মধ্যে ১ টিতে প্রার্থী দেয় কংগ্রেস। তৃণমূলের সঙ্গে তখন থেকেই চলছিলো সংঘাত। ফল ঘোষণার পরে দেখা যায় সবকটি আসনেই হেরেছে কংগ্রেস। কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ রহিমের অভিযোগ, এর পর থেকেই তৃণমূল তাদের উপরে হামলা চালাচ্ছে। তাদের সমর্থকদের ১০ টি বাড়িতে তাণ্ডব চালিয়েছে। রাত্রে তারা আতঙ্কে বাড়িতে থাকতে পারছেন না। অপর দিকে তৃণমূলের অঞ্চল সভাপতি সামসুল আলম মল্লিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওরা পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে এসব বলছে। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করেছে।।

Leave a Reply