খায়রুল আনাম,
এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট বীরভূম জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। জ্ঞানবন্ত সিংহ আইজি পশ্চিমাঞ্চল থাকাকালীন বীরভূমের ভোট পর্বের দায়িত্ব সামলেছেন। এই আইপিএস অফিসার তার কর্ম জীবনের শুরুটাও করেছিলেন বোলপুর এসডিপিও হিসেবে। এবার জেলায় পঞ্চায়েত ভোটে আইন-শৃঙ্খলা রক্ষার ভারটা তার উপরে পড়ায় তিনি একাধিক বার জেলায় এসেছেন। এই জেলার ১০৮ কিলোমিটার এলাকা ঝাড়খণ্ড রাজ্য সীমানা লাগোয়া হওয়ার পরিপ্রেক্ষিতে, এজেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলায় ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবারের পঞ্চায়েত ভোটে।