২৮ সে জুন উল্টো রথের মতন পবিত্র দিনে,আলোর প্রতিষ্ঠা দিবসে টিটাগর গান্ধী প্রেম নিবাস লেপ্রসি সেন্টারে ছোটো ছোটো শিশুদের হাতে কেক,বিস্কুট,পুস্তক সামগ্রী এবং অসুস্থ মানুষের হাতে ফলমূল ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলেন আলোর কর্ণধার মাননীয় শ্রী প্রবুদ্ধ রায় ও আলোর সহযোগী যোদ্ধারা,যাদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ বোস,গার্গী বোস ও ওনাদের সুযোগ্য কন্যা দিয়াশীনি বোস । এছাড়া অভিজিৎ অধিকারী,অনিকেত বাগচী,নিরুপম বাগচী,রানা বর্মন,সুজিত ঘোষ,অভিজিৎ ঘোষ এবং আরও অনেক সহযোদ্ধারা ।সহযোগিতায় বলদেওপাড়া ব্লুজ।

Leave a Reply