সাধন মন্ডল,
স্বামী স্ত্রী উভয়েই বাম প্রার্থী বাঁকুড়ার পাঁচমুড়ায়। বাঁকুড়ার তালডাংরা ব্লকের টেরাকোটা গ্রাম পাঁচমুড়া এলাকায় পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের প্রার্থী স্ত্রী শ্রাবণী রুইদাস,গৃহবধূ। অন্যদিকে স্বামী তনু রুইদাস বাঁকুড়া জেলা পরিষদের তালডাংরা ২৮ নম্বর সিটের বাম প্রার্থী । পেশায় শিক্ষক বিশিষ্ট সমাজসেবী তনু রুইদাস এলাকায় একটি পরিচিত নাম। মানুষের সময় অসময়ে আপাদে বিপদে ডাকলেই যাকে পাওয়া যায় তিনি হলেন প্রাথমিক শিক্ষক তনু রুইদাস। আজ মঙ্গলবার সিপিআইএম এর পাঁচমুড়া এরিয়া কমিটির ডাকে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল পাঁচকুড়া বাজারে। সেখানে বাম প্রার্থীদের সমর্থনে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দ ।তারা বলেন একমাত্র বামফ্রন্টে ই স্বচ্ছ পঞ্চায়েত উপহার দিতে পারে। এদিনের এই নির্বাচনী সভায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শ সিপিআইএম পুরুষ মহিলা অংশগ্রহণ করেন।। ভোট ঘোষণার পর থেকেই সিপিআইএম দলের হয়ে মনোনয়নপত্র দাখিল করার পর থেকে নাওয়া খাওয়া ভুলে স্বামী-স্ত্রী উভয়ে ই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ,তাদের জয় সুনিশ্চিত করতে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন বামফ্রন্টেই পারে স্বচ্ছ পঞ্চায়েত গড়তে। তারা বলেন সাধারণ মানুষের ব্যাপক সহযোগিতা পাচ্ছি।