বিশ্ব শান্তি রক্ষায় বুদ্ধের পথে এগিয়ে চলতে আলোচনা

সম্প্রীতি মোল্লা

বিশ্ব জুড়ে চরম অস্থিরতার মধ্যে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে কলকাতার চিনারপার্কে অনুষ্ঠিত হল
‘বিশ্ব শান্তি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ধর্মের অবদান’ বিষয়ে এক আলোচনাসভা।
কলকাতার চিনারপার্কের সিদ্ধার্থ ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার মিশন -ইউ এস ওর উদ্যোগে এই কনফারেন্সে দেশ বিদেশের বুদ্ধিষ্ট সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউ এস ও -কানাডার হাং সেন , বুদ্ধিষ্ট টেম্পলের প্রধান ডক্টর ভেন ভিক্ষুনী টি এন জি ঐ হাঙ।
তিনি বলেন, বর্তমানে সারা বিশ্ব জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে।
সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের জেনারেল সেক্রেটারি বুদ্ধপ্রিয় মহাথের বলেন, সমস্ত বুদ্ধিষ্ট সংগঠনের পক্ষ থেকে তিনি সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য গৌতম বুদ্ধের আদর্শকে পাথেয় করার পরামর্শ দেন।

Leave a Reply