বিশ্ব যোগ দিবস পালন বীরভূম জেলা জুড়ে
সেখ রিয়াজুদ্দিন ,বীরভূম:-
“যোগ সারায় রোগ”-এই প্রবাদ বাক্যটি বহু শতাব্দী প্রাচীন।বহু মুনি ঋষিগণ নিয়মিত যোগব্যায়াম করতেন এবং সুস্থ ভাবে দীর্ঘ জীবনযাপন করতেন। যোগব্যায়াম আমাদের মন এবং শরীরের পাশাপাশি আমাদের দেহেকেও সুস্থ রাখে। আজকের ব্যস্ত জীবনে, শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে নিয়মিত যোগব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগের গুরুত্ব কেবল আমদের দেশই নয়, গোটা বিশ্বজুড়েও আজ স্বীকৃত। সে কারণেই গোটা বিশ্বে আজকের দিনে অর্থাৎ ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করে থাকে।
সিউড়ি শহরের স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার ওয়েলফেয়ার সোসাইটি,সিউড়িতে অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের ছাত্রদের নিয়ে যোগ দিবস উদযাপন করে।
সংগঠনের সম্পাদক সম্রাট হাজরা জানান যোগ একটা সাধনা যেটা ভারতীয় সংস্কৃতির একটি অংশ।
জীবনে যোগ অভ্যাস থাকলে রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।
আমরা বহু টাকা দৈনন্দিন জীবনে ওষুধের উপরে খরচ করে থাকি কিন্তু যদি প্রথম থেকে কেউ যোগের উপরে সময় খরচ করলে তাঁকে ওষুধের উপরে পয়সা খরচ করতে হবে না।
যোগ অভ্যাস করানো ও যোগ বিষয়ক উপকার মানুষের কাছে তুলে ধরায় প্রাথমিক উদ্দেশ্য আমাদের।অন্যদিকে বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় এবং দুবরাজপুর ডিএসএ ক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় সারদা ফুটবল ময়দানে যোগ দিবস পালনের আয়োজন করেন। পাশাপাশি দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের পড়ুয়াদের নিয়ে ও যোগ দিবস পালন করা হয়। সেখানে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যাশিবানন্দ মহারাজ বিশ্ব যোগ দিবসের তাৎপর্য তুলে ধরেন পড়ুয়াদের সামনে।