ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সহকারে প্রতিবাদ সভা

সেখ সামসুদ্দিন, ১১ এপ্রিলঃ সাতগাছিয়া তৃণমূল কংগ্রেসের আই এন টি টি ইউ সি অফিস প্রাঙ্গণ থেকে মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কানলা রোড পরিক্রমা করে সাতগেছিয়া চৌমাথায় মিছিল সমাপ্ত হয়। মিছিলে শেষে চৌমাথায় কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধি, ছাড়াও বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমরি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, সহ সভাপতি অমর সাহা, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল, যুব সহ সভাপতি সঞ্জয় মন্ডল, ব্লকের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ব্লক মহিলা সভানেত্রী রাজলক্ষ্মী হাঁটি, অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা মন্ডল সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Leave a Reply