গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মসজিদে ইমাম ও মোয়াজ্জেমদের হাতে ইফতার সামগ্রী প্রদান
সেখ সামসুদ্দিন, ১১ এপ্রিলঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাগিলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সমস্ত মুসলিম সদস্য- সদস্যা ও কর্মচারীবৃন্দ এলাকার সমস্ত মসজিদে ইমাম ও মোয়াজ্জেম সাহেবদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য তথা জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি প্রলয় কুমার পাল সহ সমস্ত সদস্যগণ ও কর্মচারীবৃন্দ।