ভাতারে বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পে কৃষি প্রশিক্ষণ শিবির
সেখ রাজু , ভাতার,
বুধবার বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পে অনুসেচের ব্যবহার সম্পর্কিত বিশেষ কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ভাতারের কিষানমান্ডি চত্বরে । ভাতার ব্লকের ভূগর্ভস্ত জলস্তরের কথা চিন্তা করে জমিতে অতিরিক্ত জল ব্যবহার থেকে বিরত রাখতে আবেদন করা হয় কৃষকদের । ধান চাষের ক্ষেত্রে গ্রাম বাংলার কৃষকরা যে জল ব্যবহার করে তা অনেকটাই নষ্ট হয়ে যায় । সেই বিষয়ে নজর দেওয়ার জন্য বলা হয় । স্প্রিংলার মেশিন সহ অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতির মাধ্যমে কৃষি জমিতে জল দিলে একদিকে যেমন জলের পরিমাণ কম লাগবে ঠিক তেমনি গাছের প্রতিটি অংশে জল পৌঁছে যাবে । তাই সকলকে আধুনিক কৃষি কাজের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রশিক্ষণের আয়োজন করা হয় । বিভিন্ন প্রান্তের ৪০ জন কৃষককে নিয়ে কৃষক প্রশিক্ষণ হয়ে থাকে । ভাতার ব্লক কৃষি অধিকারিক বরুণ হালদার, ব্লক কৃষি প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান সহ প্রমুখরা এদিন উপস্থিত ছিলেন । শুধুমাত্র ধান চাষ নয় অন্যান্য ফসলের দিকে কৃষকদের আগ্রহ বাড়াতে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় । একই জমিতে বারবার ধান চাষ না করে বিভিন্ন ধরনের তৈলবীজ, ডালশস্য, সবজি চাষ করলে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনি ফসলের তারতম্য ঘটবে বলে জানা গেছে ।