“বন্ধু কেমন আছিস তুই বল” – গান লিখেছেন  ডঃ সমীর শীল

আশীষ বসাক ,

কবি ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল বই মেলার ভীড়ে তার ছোট বেলার এক বন্ধুর সন্ধান পান। কাকতালীয় ভাবে সেদিন ৪ঠা ফেব্রুয়ারি। হাওড়া ব্রিজের জন্মদিন।যা গঙ্গার দুই পাড়ে দুই শহরকে জুড়েছে।
   “এই কেমন আছিস তুই বল”। শব্দ বন্ধ নিয়ে গান লেখা হয়।একই দিনে গানের কথায় সুর সংযোজন করা হয় এবং একই দিনে গানের রেকর্ডিং সম্পন্ন করা হয়। সৃষ্টি হয় একটি অসাধারণ গান যা কিনা কোলকাতা বই মেলার থিম সং হতে পারে।
   “বন্ধু কেমন আছিস তুই বল” – এই গানের কথা লিখেছেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল।
   সুর ও কন্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী অমিত কালী।  সংগীত আয়োজন করেছেন নীলাব্জ নিয়োগী।
   মিল্টন মিউজিক গানটি রিলিজ করেছে।
   গোলাপ দিবসে বই বন্ধু এবং বই মেলার গান হিসেবে গান টির পোস্টার লঞ্চ করা হয় Kolkata Book Fair মুক্ত মঞ্চে ডঃ সমীর শীল, writer  & filmmaker Asish Basak, সহ বিশিষ্ট সুধীজন এর উপস্থিতিতে।
    7.2.23 তারিখে সন্ধ্যায় বই মেলার জাগো বাংলা র পুণ্য মঞ্চে গান টি উদ্বোধন করেন সাহিত্যিক সাংবাদিক রাজনীতিক কুনাল ঘোষ,সাংসদ দোলা সেন,ডঃ সমীর শীল,অমিত কালী সহ বিশিষ্ট সুধীজনের উপস্থিতিতে।

Leave a Reply