শুভদীপ ঋজু মন্ডল, রায়পুর :– পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে রায়পুর ব্লক প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার জঙ্গলমহলের গড় রাইপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা করলেন রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা মাহাতো সাথে ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় বেপারী বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক গণেশ হাঁসদা সহ উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার শিক্ষাগতম পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী পল্টু রজক ,শান্তি নাথ মন্ডল, মটগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্য মল্ল প্রমূখ। অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন লোকশিল্পীদের দল মঞ্চ প্রাঙ্গনে তাদের নৃত্য প্রদর্শন করে সাথে ছিল বিষ্ণুপুরের বিখ্যাত রাবণ কাটা। আজ থেকে আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জেলার বিভিন্ন লোকসংস্কৃতির প্রদর্শন ও যাত্রা উৎসব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তথ্য অধিকারী গণেশ হাঁসদা বলেন হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে জাগিয়ে তোলা এবং এই শিল্প ও শিল্পীদেরকে বাঁচিয়ে রাখাই এই উৎসবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আজকের অনুষ্ঠানে জেলার বিভিন্ন জায়গা থেকে লোকশিল্পীদের দল হাজির হয়েছিল। মঞ্চে পুতুল নাচ দেখতে রাইপুর এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।

Leave a Reply