নেতাজী,
অদৃশ্য নাথ
পাহাড়ে, জঙ্গলে, জলে, রাতের আঁধারে
স্মরণ করো মনে মনে
কোথাও ভয় পেয়েছো, নেতাজীকে ডাকো
সাহস জোগাবে প্রাণে।
নেতাজী মানেই অদম্য সাহস
যেন নির্ভিক সৈনিক
রোজ চলার পথে নেতাজীকে ডাকো
সাহস পাবে দৈনিক।
অন্যায়ে যারা প্রতিবাদ করে
তারাই নেতাজীর দূত
নেতাজী মানেই বজ্র সাহস
যেন যমালয়ের যমদূত।
নেতাজীর নামে বরফ গলে
টগ বগ ফোটে রক্ত।
শিরা উপশিরায় নীরবে বেড়ায়
যারা নেতাজী প্রাণের ভক্ত।
নেতাজী মানেই সাহসের প্রতীক
কিবা নিদ্রা, জাগরণে
প্রাণ ভরে তুমি নেতাজীকে ডাকো
যখন পড়বে বিপদে, রণে।
তুমি কোথায় যদি ভয় পেয়ে যাও
জলে, জঙ্গলে ও বনে
চিৎকার করে বলো নেতাজী, নেতাজী
সাহস আসবে মনে।