শুভদীপ ঋজু মন্ডল,

সারেঙ্গা মিউজিক কলেজের বার্ষিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হলো আজ সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ সংলগ্ন অডিটোরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে এক ঝাঁক শিশু শিল্পী থেকে শুরু করে কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেছিল। তারা তাদের নৃত্যকলা প্রদর্শন করে উপস্থিত দর্শক ও অভিভাবকদের মন জয় করে নেয়। এখানে উল্লেখ্য সারেঙ্গা মিউজিক কলেজ আজ ২৭ বছর ধরে এই ধরনের বার্ষিক উৎসব পালন করে আসছে বলে কলেজের অধ্যক্ষা শিল্পী ঘোষ সুরাল ও সম্পাদক পার্থ সারথি সুরাল আমাদের জানালেন। তিনি আরো বলেন এ বছর আমরা অনলাইনের মাধ্যমে একটি নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আজ সেই প্রতিযোগিতার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হলো। এছাড়া ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীকেই সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে। বিশিষ্ট নৃত্য শিক্ষক শ্রীকান্ত লোহার ও অধ্যক্ষ া শিল্পী সুরালের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক কবি আশীষ হাজরা, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য সারেঙ্গা বনাঞ্চলের বন আধিকারিক সুরজিৎ কুমার মজুমদার। বিশিষ্ট সমাজসেবী সুব্রত মিশ্র, বিশিষ্ট শিক্ষক অরুণ মান্ডি প্রমূখ।

Leave a Reply