.এই বাংলা
অদৃশ্য নাথ
হাঁ, এই বাংলাই আবার দেখাবে
সারা বিশ্বকে নতুন পথ
আর পুণ্য গঙ্গা, এসেছিল যে পথে
এনেছিল, এনেছিল ভগীরথ।
এই ফেব্রুয়ারী মাসেই বাংলা দিয়েছে
বিশ্ববাসীর মাতৃ ভাষার প্রাণ,
বাংলাই জাগাবে, ২০২৪ আগামী ফেব্রুয়ারী,
বিশ্ব প্রাণে মানবতার অভিধান।
আমরা, নব হুঙ্কারে, জাগাবো বাংলা
আপনারা সবাই আছেন তো সাথে ?
হিংসা নয়, রাজনীতি নয়, ধর্মও নয়
শুধু মানবতার বাণী তাতে।
আজ এই বাংলার চারিদিকে দেখি
হিংসা, লুট, মৃত্যু, রাহাজানি
চারিদিকে দেখি, শুধুই পাপের পাহাড়
লুটপাট আর খুনোখুনি ?
আজ বাংলার চারিদিকে, এতো কেন পাপ ?
কেন দিকে দিকে হিংসার হুঙ্কার?
তবে কি দাঁড়িয়ে আছে, পাপের পাহাড় পিছে
নতুন কোনো পুণ্য জোয়ার ?
আবার পুণ্য জোয়ারে ভাসবে বাংলা
বিশ্ব পাবে নতুন প্রাণের পথ,
ফেব্রুয়ারী ২০২৪ “মানুষ ও মানবতায়”
পুণ্য যে পথ, এনেছিল ভগীরথ।