প্রকৃত প্রেম না,

মারুফ খাঁন

  সুসাইড নোটে প্রেমের ব্যর্থতা
  প্রেম নয় নিশ্চয়ই অনীহা,,,

  যদি প্রেম হতো!ভালোবাসার বিনিময়ে 
  একদিন প্রেমের মধুরতা পেতে।

  প্রেম কোনো বাধা মানে না,ছিনিয়ে নেওয়া যায় না
   প্রকৃত প্রেম সু সাইট হয় না।

  প্রেমে রক্তের সম্পর্ক থাকে না,তবে কোন অংশে কম না,
  ভালবাসি ভালবাসি চিৎকার করে কেউ বলে না।

   অপেক্ষা করো ধৈর্য ধরো স্বাদ একদিন পাবে
    তবে প্রেম সুসাইড কিংবা সুসাইড নোট হতে পারে না।

Leave a Reply