মাদক মামলায় কৈফিয়ত চেয়ে স্বরাষ্ট্র সচিব কে তলব ডিভিশন বেঞ্চের
বৈদূর্য ঘোষাল ,
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক মামলার শুনানিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে তলব করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবে মাদক পরীক্ষা কবে করা হবে ? এই প্রশ্নের জবাব পেতে স্বরাষ্ট্রসচিবকে তলব করেছে ডিভিশন বেঞ্চ।’একটি মাদকের পরীক্ষার ব্যবস্থা কবে কার্যকর হবে রাজ্যের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে’ এই প্রশ্নের জবাব পেতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে আদালতে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২৪ জানুয়ারি স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে হাজির হয়ে জানাতে হবে কেন ওই মাদকের পরীক্ষা শুরুর ব্যবস্থা এতদিনেও হয়নি? এই মাদকের পরীক্ষার ব্যবস্থা না হওয়ার কারণে একটি জামিন মামলায় ধৃতের জামিন আটকে গিয়েছিল । কারণ রাজ্য জানিয়েছিল, -‘ এই মাদক পরীক্ষার জন্য যে মেশিন দরকার, তা রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরিতে নেই ‘। তারপরেই আদালত ওই মেশিন আনার জন্য অর্থ বরাদ্দ করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় ।প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে কর্মী নিয়োগের গাফিলতির জন্যও রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠিয়েছিল আদালত । বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তলব পেয়ে শেষে পাবলিক সার্ভিস কমিশন দ্রুত কর্মী নিয়োগ করতে বাধ্য হয় । পাশাপাশি মাদক মামলায় ভুয়ো অভিযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্যের সব থানাকে নির্দেশ দেয় যে, -‘এবার থেকে মাদক উদ্ধার হলেই সঙ্গে সঙ্গে তার ভিডিয়োগ্রাফি করতে হবে ‘। এই নির্দেশ পরবর্তীতে থানাগুলি মেনে চলে কিনা? তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ।