খোশদেলপুর শদেলপুর হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উদযাপন,
নিজস্ব প্রতিনিধি,
বুধবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে খোজ দিলপুর হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উদযাপন অনুষ্ঠিত হলো। ইসলামিক সংস্কৃতি কেরাত গজল কুইজ ও কথোপকথন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধক্ষ। রাজ্য সভাপতি তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের একেএম ফরহাদ বলেন -‘ বর্তমান মাদ্রাসা শিক্ষা সম্প্রীতির মিলবন্ধন নিয়ে এগিয়ে চলেছে। বৈচিত্রের মধ্যে ঐক্য এই লক্ষ্যমাত্রা নিয়েই আজ এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত রেখেছে’। মাদ্রাসা শিক্ষায় বিশ্ব নবীর আদর্শ মানুষের জীবনে বাস্তবায়িত করার বিভিন্ন দিকনির্দেশনা গুলি উল্লেখ করেন। মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার তিনি বলেন -‘মাদ্রাসা শিক্ষা প্রতি মানুষের যে ভ্রান্ত ধারণা তা আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য করলেই বোঝা যায়’। শ্রদ্ধার সঙ্গে বিশ্বনবীর জীবনাদর্শের কিছু কথা তিনি উল্লেখ করেন। যা বর্তমান সময়ে তন্তু গুরুত্বপূর্ণ, কিভাবে হিংসা বিদ্বেষকে দূরীভূত করে সম্প্রীতির মধ্য দিয়ে এই শিক্ষা তথা আমাদের জীবন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পি ওয়াই এফ এর রাজ্য সভাপতি তথা খোঁজ দিলপুর হাই মাদ্রাসার শিক্ষক সিয়ামত আলী।তিনি বলেন -‘বর্তমান শিক্ষায় মূল্যবোধ বড় অভাব যেটি সামাজিক ব্যাধি রূপ ধারণ করেছে। উচ্চশিক্ষিত হওয়ার পরেও মানবতাবোধ মূল্যবোধ বর্তমান সময়ে বড়ই অভাব দেখা দিয়েছে। প্রকৃত মানুষের মত মানুষ তৈরি করতে গেলে বিশেষ প্রয়োজন ,যেটি ছাড়া কখনোই সম্ভব নয়। রাজ্যের মাদ্রাসা শিক্ষা আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকলেও সার্বিকভাবে পূর্বের তুলনায় মাদ্রাসা শিক্ষার প্রতি সাধারণ মানুষের যে অনীহা ঘৃণা সংকীর্ণতা ছিল তা বর্তমান সময়ে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে’। এদিনে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা সমিতির সম্পাদক সাদিক সাহাজি, ঘুমা এক নম্বর পঞ্চায়েত প্রধান জেসমিন সাহাজি, খোরকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামান, দারিয়াপুর মৌলানা আজাদ স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবী সিদ্দিক হোসেন, মাদ্রাসার শিক্ষক ফারুক মল্লিক, আব্দুর রউফ, রাজু পাল , শেখ আজহার আলী, সংগীতা মজুমদার , শামীম নেওয়াজ , ইদ্রিস আলী,প্রমুখ।