নেই পরোয়া আমি আমার মতন

          মারুফ খাঁন 

অজানা পথে দৌড়ে চলা জীবনের শুরু
লালগোলা এক্সপ্রেসে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ,,,
ওখান থেকে রোশন বাগ বেশ সুন্দর মুহূর্তে।

জীবনের তাড়নায় আবার ছুটে চলা
ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে,,,
স্মৃতিগুলো পড়লে মনে হয় আজ অশ্রু ঝরে!নিঃশব্দে।

ঘড়ির কাঁটা টিক টিকটিক করতে করতে
সম্ভবত আট মাস,
ফিরলাম পরিবারের কাছে দশ দিনের জন্য।

হৈ হুল্লোড় আনন্দ ছেড়ে আবার যেতে হবে ফিরে
যতই হোক জন্মদাত্রী মা তো,,,
মানে না মন,আঁচল দিয়ে ডাকে নয়ন
ধীরে ধীরে পায়ে চলে গেলাম সবার অশ্রু জল উপেক্ষা করে কর্তব্য স্থানে।

প্রশ্ন আসে ছুটে কেমন আছো তুমি ওইখানে
হৃৎপিন্ডের ভিতর থেকে আওয়াজ আসে
নির্দ্বিধায় বলো,ভালো আছি!খুব তাড়াতাড়ি আবার আসবো ফিরে।

সময়ের ব্যবধানে গেছে চলে,দাদি,নানি,মাসি
কয়েকদিন আগে জেঠু আবার দিয়েছে পাড়ি
হয়নি দেখা কারোর সঙ্গে।

এসব কথা নেই গো লিখতে
জীবনের বাস্তব বহু আসে উঠে
কলম যেতে পারে ভেঙে,কলম কালি পাওয়া যায় কিনতে
তখন আর বাস্তব সত্যটা আসবেনা মনে।

তারপর,
কলম খাতার প্রেমে আমি হয়েছি যুক্ত
বহু প্রতিবাদ করেছি সামনে থেকে,,,
কত সাথী গেছে দূরে চলে,নেই কোনো পরোয়া
আমি তো যে আমার মতন।

Leave a Reply