একটু ভালো থাকার জন্য
সঙ্গীতা মুখার্জী
এই যে সবসময়-
নিয়ে নিলো, কেড়ে নিলো ভয়
মনের এ দ্বন্দ্ব বুঝি বিশ্ব সংসারে সবার,
চিরকালের।
জ্ঞান হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত
আমির সমার্থক আমিটাকেই হাতড়ে মরি
শিশুবেলায় ভাবি সবটা আমার
কৈশোরে ভাবি প্রকৃতি, দুরন্তপনা আমার
যৌবনে ভাবি ভালোবাসাটা একান্ত আমার
বয়স বাড়ার সাথে সাথে ভাবি—
সংসার আমার, সন্তান আমার, সম্পত্তি আমার।
এ যেন শুধু—-
আমৃত্যু নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা
কিছুই না পেলে —
খালি হাতে ফিরতে চাই না
একাকিত্বকে আঁকড়ে ধরি।
পৃথিবীর উন্মুক্ত শরীরে ঢেলে দিই,
গিলে ফেলা বিষ ।
যন্ত্রণা মুক্ত হতে চাই
গ্লানি মুক্ত করতে চাই নিজেকে
একটু ভালো থাকার জন্য।।