Spread the love

!!”আম্বেদকর উদ্যানের” উদ্বোধন,বীরভূম জেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে !!

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূমের জেলা সদর শহর সিউড়ির প্রাণকেন্দ্রে জেলা স্কুল মাঠ নামে পরিচিত ময়দানটি নব রূপে, নব সাজে সজ্জিত করা হয়েছে। সিউড়ি শহরবাসী কে বীরভূম জেলা পরিষদ ও জেলা প্রশাসনের নতুন বছরের উপহার হিসেবে আম্বেদকর উদ্যানের শুভ উদ্বোধন করা হয় ফিতা কেটে।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে এই স্কুল ময়দানের সৌন্দর্যায়ন করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে “আম্বেদকর উদ্যান”। আজ ৬ জানুয়ারী বিকেলে এই নবনির্মিত উদ্যানের উদ্বোধন করেন বীরভূমের ভূমিপুত্র রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।উদ্যানের পাশেই অস্থায়ী মঞ্চে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভাপতিত্ব করেন বীরভূম জেলা সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সমাহর্তা বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। শ্রোতা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ির বহু নাগরিকবৃন্দ। এদিন বিভিন্ন বক্তা তুলে ধরেন কালেক্টরের বা জেলা স্কুল মাঠ নামে পরিচিত এই ময়দানের নানা ইতিহাস। সিউড়ি বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে বক্তারা জানান।যদিও ইতিপূর্বে সিউড়ি শহরে আরও একটি পার্ক তৈরি করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে।খুব শীঘ্রই এই ময়দানের মধ্যে বাবা সাহেব আম্বেদকারের মর্মর মূর্তি স্থাপন করা হবে বলে অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা জানান। উল্লেখ্য,”এই উদ্যানে প্রবেশের জন্য দর্শনার্থীদের কোনো মূল্য দিতে হবে না। উদ্যানের পরিচর্যা ও সুরক্ষায় সমস্ত ব্যয় বহন করবে বীরভূম জেলা পরিষদ”। সভাপতির ভাষণে একথা তুলে ধরেন সভাধিপতি বিকাশ রায় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *