সুরক্ষা কবচ ও দিদির দূত – আউসগ্রামে ব্লক সভাপতির সাংবাদিক সম্মেলন
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে গত ২ রা জানুয়ারি নজরুল মঞ্চের দলীয় বৈঠক থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ ও ‘দিদির দূত’ নামক দু’টি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। তারই অঙ্গ হিসাবে রাজ্য নেতৃত্বের নির্দেশে ৬ ই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সেখ সালেক রহমান ও সহ-সভাপতি সফিউর রহমান সহ ব্লক কমিটির সমস্ত সদস্যদের পাশে বসিয়ে আউসগ্রাম ১ নং ব্লক সভাপতি অরূপ সরকার ব্লকের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের উপস্থিতিতে গুসকরার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি 'দিদির সুরক্ষা কবচ' প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করেন। একইসঙ্গে 'দিদির দূত'-দের ভূমিকা কি হবে তারও ব্যাখ্যা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন - এই রাজ্যে চালু হওয়া মমতা ব্যানার্জ্জীর মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, মানবিক পেনশন, জয় বাংলা, বিধবা ভাতা, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, সবুজ সাথী সহ সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা সেটা দেখার জন্যই এই প্রকল্প। সঙ্গে সঙ্গে জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগও শোনা হবে। তিনি মনে করেন এরফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অনেক ভাল ফল করবে।