Spread the love

সভায় মাইক ব্যবহার নিয়ে ফের হাইকোর্টে শুভেন্দু

বৈদূর্য ঘোষাল

দলীয় সভায় মাইক ব্যবহার নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আগামী ২১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর কাঁথিতে যাবতীয় বিধি মেনে বিরোধী দলনেতার সভা করায় কোনও বাধা নেই বলে আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থার। তবে সোমবার বিজেপির আইনজীবী আদালতে অভিযোগ জানিয়েছেন,-‘  সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি থাকলেও মহকুমাশাসক অনুমতি দেওয়ার সময় সেটা বেলা ২ টো পর্যন্ত দিয়েছেন’। মহকুমা শাসকের সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার  এই মামলার শুনানি রয়েছে।সম্প্রতি  হাজরা এবং কাঁথিতে সভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের কাছে চেয়েছিল বিজেপি। সেই অনুমতি আগেই দেওয়া হয়েছে এবং হাজরাতে সভাও করেছেন শুভেন্দু অধিকারী। এবার কাঁথির সভা নিয়ে আবার গন্ডগোল  শুরু হয়েছে। কিছুদিন আগেই ‘শুভেন্দু গড়’ কাঁথিতে সভা করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির এই সভাকে তারই পাল্টা সভা হিসেবে ধরা হচ্ছে। কিন্তু এখন মাইক বাজানোর অনুমতি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হল বিজেপি।  সভার অনুমতি দিয়ে হাইকোর্ট জানিয়েছিল, -‘শান্তি-শৃঙ্খলা বজায় রেখে, শব্দবিধি মেনে সভা করতে হবে। সভার পর সভাস্থল পরিষ্কার করে দিতে হবে’। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *