অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট কলকাডায়, এপ্রিল  মাস থেকে পড়ানো  শুরু করবে

পারিজাত মোল্লা,

৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোচিং  এবার ভারতের সাংস্কৃতিক  রাজধানীতেও। অষ্টম  থেকে দ্বাদশ  ও দ্বাদশোত্তীর্ণ যেসকল ছাত্রছাত্রী  JEE, NEET, অলিম্পিয়াডস এবং অন্যান্য  জাতীয় ও আন্তর্জাতিক  পরীক্ষায় বসতে চায় তাদের সুবিধা হবে সকলেরই

কলকাতা,১২ ডিসেম্বর, ২০২২: ভারতের সাংস্কৃতিক  রাজধানীর ছাত্রছাত্রীদের সুবিধার্থে  অ্যালেন কেরিয়ার  ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড  এবার কলকাতাতেও তাদের অফলাইন ক্লাস চালু করবে।মেডিকেল,  ইঞ্জিনিয়ারিং  এবং অন্যান্য  জাতীয় ও আন্তর্জাতিক  পরীক্ষার কোচিং -এর ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে অ্যালেন একটি পরিচিত  নাম।কলকাতার ওবেরয় গ্র্যান্ড  হোটেলে ঐতিহ্যগত প্রথা  মেনে এবং ফিতে কেটে এই সেন্টার -এর উদ্বোধন হল।

উপসথিত ছিলেন ডিরেক্টর  নবীন মাহেশ্বরী স্যার এবং কলকাতার বিশিষ্ট  ব্যক্তিবর্গ,  ছাত্রছাত্রী  এবং তাদের অভিভাবকরাও।

এই উপলক্ষ্যে ডিরেক্টর  নবীন মাহেশ্বরী  স্যার  বলেন পশ্চিমবঙ্গের প্রত্যন্ত প্রান্ত তথা কলকাতার ছাত্রছাত্রীরা JEE,NEET,অলিম্পিয়াডস, KVPY, NTSE তথা অন্যান্য  পরীক্ষা গুলোতে ভালো ফল করছে। আরও ভালো সহায়তা পেলে তাদের ফল আরও ভালো হবে।

এবার অ্যালেন  কেরিয়ার ইনস্টিটিউট কলকাতার ছাত্রছাত্রীদের উন্নতির জন্য অফলাইন  ক্লাস শুরু করবে। ২০২৩-২৪ বর্ষের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স  পরীক্ষার ক্লাস এপ্রিলে শুরু হবে। 20শে জানুয়ারি বা তার আগে ভর্তি হলে শিক্ষার্থীদের বিশেষ ফি সুবিধা দেওয়া হবে। যেসকল ছাত্রছাত্রী অ্যালেন  স্কলারশিপ  অ্যাডমিশন টেস্ট (ASAP)ও অ্যালেন শার্প পরীক্ষায় উত্তীর্ণ  হবেন তাঁরা ৯০% পর্যন্ত স্কলারশিপও পাবেন।

অ্যালেন – এর সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট পংকজ বিড়লা স্যার বলেন, এর আগে এখানকার বিজ্ঞানের ছাত্রদের কোটা বা ভারতের অন্য কোনো শহরে যেতে হত কিন্তু  এখন তারা ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোচিং  কলকাতাতেই পাবে। কলকাতের ছাত্রছাত্রীরা উৎসাহী এবংভালো গাইডেন্স পেলে সেরা ফল করে দেখাতে পারবে।এবার কোটার কোচিং এর সুবিধা  পাওয়া যাবে কলকাতা ও নিকটবর্তী  অঞ্চলেও।

নগদ পুরস্কারে ভূষিত

অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট, পরিচালক, নবীন মহেশ্বরী NEET 2022-এ AIR-26 সুরক্ষিত করার জন্য অ্যালেনের ছাত্র অবিলাশ মাদুরীকে 2 লাখ টাকার নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। অভিলাশ হলেন অ্যালেন দুর্গাপুরের ক্লাসরুম কোচিং ছাত্র যা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু ছিল।

কেরিয়ার নির্মাণের পাশাপাশি  যত্নও:

যত্নই হবে কলকাতায় অ্যালেন -এর প্রথম নীতি।”সেফটি গাইডেন্স প্রোটোকল” নিশ্চিত  করবে অ্যালেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নের ওের থাকবে প্রাথমিক গুরুত্ব। নজরে রাখা এবং সেরা শিক্ষা পরিবেশ প্রদানেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 উচ্চ গুণ মানের শিক্ষা পাবে ছাত্রছাত্রীরা:

ডাক্তার  ও  ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা বছর বছর বাড়ছে। তাদের উচ্চমানের শিক্ষার প্রয়োজন।এই সকল ছাত্রছাত্রীদের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা  ৩৪ বছর ধরে পূরণ  করে চলেছে অ্যালেন কেরিয়ার  ইনস্টিটিউট, কোটা।গ্রামের ছাত্রছাত্রীদের সেই কারণে বাড়ি ছেড়ে থাকতে হয় অথবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়,কিন্তু এখন তারা আপোশের বদলে সাফল্যের স্বাদ পাবে।

অ্যালেন ঐতিহাসিক ভাবে সফল:

১৮ এপ্রিল ১৯৮৮ তে অ্যালেন -এর প্রতিষ্ঠার সময় থেকে ২৭ লাখেরও বেশি ছাত্রছাত্রী  এখানে কোচিং  নিয়েছে।প্রত্যেক বছরই ছাত্রসংখ্যা বাড়ছে, বাবামারাও আরও বেশি পরিমাণে ভরসা ও নির্ভর  করছোন অ্যালেন- এর ওপর। অ্যালেন  পরিবারে এখন সদস্য সংখ্যা ১১০০০ ছাড়িয়েছে  এবং দেশের ৪৩ টি শহরে এটি পড়ানোর কাজ করছে।অ্যালেন  থেকে বিগত ১৩ বছরে ১৮ জন অল ইন্ডিয়া  জয়েন্ট  এবং নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। নিট ২০২২ এ অ্যালেন -এর অনুষ্কা অল ইন্ডিয়া   র‍্যাংকিং   এ১ নম্বর হয়েছে। জেইই অ্যাডভান্সড -এ ২০২১ এ প্রথম হয়েছে মৃদুল আগরওয়াল এবং ইতিহাসে  সর্বোচ্চ  নম্বর পেয়েছে। ২০২০- র নিট পরীক্ষায়  অ্যালেন-এর শোয়েব আফতাব  প্রথম হয়ে ইতিহাস গড়েছে। সে ৭২০ তে ৭২০ পেয়েছিল।  ২০২২-এর নিট পরীক্ষায় পশ্চিমবঙ্গে অ্যালেন – এর  প্রথম বছরের ছাত্র অভিলাষ  ভাদুড়ি  নিট- এ অল ইন্ডিয়া র‍্যাংকিং- এ ২৬ তম স্থান পেয়েছিল।  দুবছর  অ্যালেন – এ পড়া হিমাংশু শেখর পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে।অল ইন্ডিয়া মেডিকেল  জয়েন্ট  পরীক্ষায়২০১৭ সালে অ্যালেন ইতিহাড গড়েছিল অল ইন্ডিয়া   র‍্যাংকিং  – এ প্রথম ১০ টি  স্থান দখল করে।  লিমকা বুক অফ রেকর্ডস অ্যালেনকে এ কারণে স্বীকৃতি  দিয়েছে। ২০১৬ তেও জয়েন্ট এন্ট্রান্স  ও নিট পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়  র‍্যাংকিং    ছিল অ্যালেন-এর ছাত্রছাত্রীদেরই। ২০১৪ সালেও নিট এবং জেইই – তে অল ইন্ডিয়া   র‍্যাংকিং   – এ  প্রথম হয়েছিল অ্যালেন- এর ছাত্রছাত্রী ই I 

Leave a Reply