Spread the love

মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

সেখ রাজু,

মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হয় । ১৯৭৮ সালে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত নির্মাণ হওয়ার পর বিভিন্ন সময়ে সংস্কার হলেও নতুন ভাবে বিল্ডিং তৈরি হয়নি । এবারে এমজিএনআরইজিএস এবং 15 ফিন্যান্স কমিশন এর তহবিল থেকে তিন বছর আগে প্রায় ৪৬ লক্ষ টাকার বাজেটে নতুন ভবন তৈরীর কাজ শুরু হয় । সোমবার মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই এবং বিধায়ক অপূর্ব চৌধুরী নবনির্মিত ভবনটির ফিতে কেটে শুভ উদ্বোধন করেন । সময়ের তারতম্যে ভবনটি বিপদজনক দিকে এগিয়ে যাচ্ছিল । এই সময় পঞ্চায়েতের তরফ থেকে মঙ্গলকোট ব্লক এবং বিধায়কের কাছে ভবনটি নতুনভাবে নির্মাণের জন্য আবেদন করা হয় । সেই আবেদন খতিয়ে দেখেই ভবন নির্মাণে কাজ শুরু হয় । যদিও এই কাজের ক্ষেত্রে অর্থের অনেকটাই ঘাটতি ঘটেছে । সেই বিষয়ে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, নিজস্ব তহবিল থেকে পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেই ঘাটতির অনেকটাই মিটিয়ে দেওয়া হবে ।

উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনাবানু বেগম, উপপ্রধান শান্ত সরকার, সদস্য শেখ লালটু, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার, সমাজসেবী ধ্রুব ভট্টাচার্য সহ পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয়রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *