দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়ে গেল অল ইন্ডিয়া LIC ডিরেক্ট সেলস এক্সসিকিউটিভ কন্ট্রাক্টচুয়াল ইমপ্লয়িস ইউনিয়নের

রাজকুমার দাস

বুধবার রাজ্য মৌলালী যুব কেন্দ্রে দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়ে গেল অল ইন্ডিয়া LIC ডিরেক্ট সেলস এক্সসিকিউটিভ কন্ট্রাক্ট চুয়াল ইমপ্লয়িস ইউনিয়নের।যেখানে সারা ভারতের অন্যান্য রাজ্যের সদস্য রা ও উপস্থিত ছিল।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন intuc র রাজ্য সভাপতি জনাব কামারুজ্জামান কামার, ভাইস প্রেসিডেন্ট শেখ আতিয়ার রহমান এবং সংগঠনের সভাপতি অজিতেশ পাণ্ডে র সাথে জাতীয় জীবন বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।পাশাপাশি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শিবধর ঝাঁ, কার্যনির্বাহী সভাপতি অনুপম জোয়ারদার,সাধারণ সম্পাদক দিপু মন্ডল সংগঠনের তরফে বেশ কিছু দাবী দাওয়া নিয়ে সকলের সাথে আলোচনা করা হয় ।যদিও কোর্টে কেস চলছে তাঁদের আশা তা দ্রুত নিষ্পত্তি হবে।এবং সম কাজে সম বেতন এর পাশাপাশি পি এফ,ই এস আই, সামাজিক দায়বদ্ধতা, রি ওপেন ডাইরেক্ট মার্কেটিংসহ অন্যান্য দাবি দাওয়া তাঁদের শীঘ্রই চালু হবে।
বেশ কয়েক বছর ধরেই লড়াই চলছে,শতাধিক মানুষ এর সাথে যুক্ত কয়েক হাজার পরিবার যুক্ত রয়েছে এই সদস্য দের সাথে।এল আই সি তাঁদের এই কর্মীদের দাবী সহ পুনরায় কাজে নেবে বলে আশাবাদী সকলেই।আশাবাদী সংগঠনের সভাপতি অজিতেশ পাণ্ডে ।তিনি এদিনের সমাবেশ সুচারু ভাবে তার দায়িত্ব পালন করেন।

Leave a Reply