৪ ডিসেম্বর, রবিবার, বর্ধমান শহরের ‘জাগরী’ সভাঘরে ‘বর্ধমান জেলার হেরিটেজ’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়, ড. সুদত্তা বন্দ্যোপাধ্যায়, ড. প্রসেনজিৎ সরকার, ড. যুগল মুখোপাধ্যায়, প্রবীর চট্টোপাধ্যায়, মধুসূদন চন্দ্র, শেখ শাজাহান, বৈদ্যনাথ কোনার প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালাটির সভাপতি করেন সঞ্জীব চক্রবর্তী। কর্মশালায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্বাগত বন্দ্যোপাধ্যায়, সমগ্র কর্মশালাটি পরিচালনা করে সুমন বাগ ও স্বর্ণরেণু যশ। শ্রোতা মন্ডলীতে বিশিষ্টজনেদের উপস্থিতি কর্মশালাটিকে মহিমান্বিত করে তোলে।।

Leave a Reply