Spread the love

সাধন মন্ডল,

জীবনদীপ ফাউন্ডেশনের উদ্যোগে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রাইপুর সবুজ সংঘের হলঘরে। এখানে উল্লেখ্য এই জীবন দীপ ফাউন্ডেশন সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। কখনো বনসৃজন, কখনো স্বাস্থ্য সচেতনতা বার্তা নিয়ে মিছিল, ও সচেতনতা শিবির অসহায় মানুষদের প্রতি সপ্তাহে রবিবার দুপুরের খাবার তুলে দেওয়া, । এছাড়া এই সংস্থার উদ্যোগে প্রতিবছর পিছিয়ে পড়া এলাকার মানুষদের বিশেষ করে শবর জনজাতির মানুষদের নতুন বস্ত্র এবং শীতবস্ত্র প্রদান করা হয়। তাছাড়া রাইপুর ব্লকের কয়েকটি শবর গ্রামে গিয়ে তারা শিশুদের পাঠদানের ব্যবস্থা করেছে যা নিয়মিত ভাবে চলছে। সংস্থার সম্পাদক সোমনাথ মন্ডল বলেন আমরা 2019 সালে কয়েকজন মিলে এই সংস্থাটির পথচলাশুরু করেছি তারপর থেকেই এলাকার মানুষের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে চলেছি। আজ রক্তদান শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করলেন এছাড়া গত চৌঠা ডিসেম্বর আমাদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানিঅপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে রামচন্দ্রপুর আই ফাউন্ডেশন এর সহযোগিতায় ৭০ জন মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছিল আজ তাদের চেকআপ করা হলো শিবিরের মাধ্যমে। সকলের জন্যই দুপুরের আহারের ব্যবস্থা ছিল। জীবন দীপ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন চক্ষু শিবিরে আসা কামারডিহা গ্রামের বাসিন্দা সন্ধ্যা মনি বলেন আমরা গরিব মানুষ চোখের ডাক্তার দেখাবার ক্ষমতা নেই এই বাবুরা আমাদের এখানে নিয়ে এসে চোখের ছানি অপারেশন করে দিয়েছে। এখন আমি ভালো আছি কালো চশমা দিয়েছে সেটাতে ভালো দেখতে পাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *