সমাজসেবার মাধ্যমে “আস্থা”র উৎসব
সংবাদদাতা: সমাজসেবার মধ্যে দিয়ে ষষ্ঠ জন্মবার্ষিকী উৎসব পালন করে নজির সৃষ্টি করলো “আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি”, গড়িয়া , আজাদ হিন্দ পাঠাগারে।
দীর্ঘ ছয় বছর ধরে তাদের বিভিন্ন সমাজসেবা মূলক কাজে উৎসাহিত হয়ে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা মৌ গুহ, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ তানিয়া দাস, পার্থ সারথি মুখার্জি( সমাজসেবক ও চিকিৎসক )সংগীত শিল্পী সুছন্দা ঘোষ ,ভাস্কর রায় , বিশিষ্ট বিজ্ঞানী গৌরীশঙ্কর সা সহ চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার।
মঞ্চে সম্মানিত হলেন এইসব ব্যক্তিত্বরা। তৎসহ দীপক রায় চৌধুরী ম্যাজিক প্রদর্শন করলেন । উপস্থিত ব্যক্তিরা দৃষ্টিহীন মানুষের পথচলার লাঠি, বাচ্চাদের শিক্ষা সামগ্রী ও বৃদ্ধ-বৃদ্ধাদের শীতকালীন চাদর প্রদান করেন। নৃত্যে রাজন্যা,মিঠাই ও পিয়ালী অসাধারণ মুন্সিআনার পরিচয় দেয়। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের হাতে বানানো অসাধারণ হস্ত শিল্পের জিনিসের স্টলের ব্যবস্থা করে “প্রথম পদক্ষেপ ওয়েলফেয়ার সোসাইটি”র ছেলেমেয়েরা। তাদের হস্তশিল্পের জিনিসগুলো এক কথায় অসাধারণ, এই দিন এই স্টলের প্রথম ক্রেতা ছিলেন স্তুতি সমাদ্দার। এক কথায় সমাজসেবক রাজদীপ ঘোষ ও সঞ্চালি ঘোষের প্রচেষ্টায় সম্পন্ন “আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির” সদস্যদের প্রচেষ্টা সার্থক লাভ করল এমনই একটি অনুষ্ঠানের মাধ্যমে।। সুকেশ ঘোষের সঞ্চালনা বেশ সুখকর। উপস্থিত দর্শকদের থেকে অতিথিবৃন্দ সবাই আগামী দিনে আরো বেশি করে আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পাশে থাকার প্রতিশ্রুতি দিল।।