কাব্যলোক এর মঞ্চে একক আবৃত্তি পরিবেশন করলেন বাচিক শিল্পী তন্ময় কুমার বক্সী

রাজকুমার দাস

শনিবার রবীন্দ্র সদনে হয়ে গেল “কাব্যলোক”-আয়োজিত এক সাহিত্য গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।যেখানে শুধুই কবি ও কবিতার মেলবন্ধনে র পাশাপাশি গানের ধারায় দর্শক শ্রোতাদের মন ভালো রাখতে অনেকটাই এই প্রয়াস সাধুবাদ যোগ্য।সংস্থার প্রাণ পুরুষ সুজিত দত্ত র আহ্বানে এদিনের মঞ্চে সুচারু ও সুন্দর ভাবে আবৃত্তি পরিবেশন করলেন কবি তথা তরুণ জনপ্রিয় বাচিক শিল্পী তন্ময় কুমার বক্সী। তার পরিবেশনে দুটি আবৃত্তি শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়।তিনি শুধু বাচিক শিল্পী নয় একাধারে কবি এবং অভিনেতা ও বটে।তার এগিয়ে যাওয়ার পথ আরও সুন্দর ও সারস্বত আশীর্বাদ লাভে এগিয়ে চলুক,শুভ কামনা রইলো।










                        

Leave a Reply