তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র পঞ্চায়েত ভোটের আগেই, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচারের অভিযোগে আসানসোল জেল হেফাজতে।জেলার সংগঠন দেখাশোনার দায়িত্বে আপাতত গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি।কিন্তু অনুব্রতহীন বীরভূমের বুকে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিচ্ছে । সেইরূপ পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রবিবার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের বসহরি গ্রামের বাসিন্দা তথা পদুমা পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সহ সভাপতি বিপদ তারন ভাঁন্ডারীকে মারধর করে পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন গড়াইয়ের কর্মী সমর্থকরা বলে জানান আহত বিপদ তারন ভাঁন্ডারী। তাঁকে আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে এলেও অবস্থার অবনতি দেখে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো স্থানান্তর করা হয় বলে জানা গেছে।ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী। বসহরি গ্রাম থেকে তরুণ গড়াইয়ের অনুগামী বলে পরিচিত সুজিত পাল ও প্রহ্লাদ পালকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল কংগ্রেসের বর্তমান অঞ্চল সভাপতি তরুন গড়াই সহ বেশ কয়েকজনের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আহতদের পক্ষে। বিপদ তারন ভাঁন্ডারীর অভিযোগ যে, প্রাক্তন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল মণ্ডলের অনুগামী বলেই তাঁদের ওপরে আক্রমণ চালান বর্তমান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির সমর্থকরা। ধৃত দুজনকে সোমবার দুবরাজপুর আদালতে তোলা হয়। তাঁদের বিরূদ্ধে খুনের মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশকে আগামী ২৯ নভেম্বর আদালতে কেস ডায়েরী জমা দিতে বলেন এবং ১ ডিসেম্বর ধৃতদের দুবরাজপুর আদালতে পেশ করার নির্দেশ দেন।